সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

সংগৃহীত ছবি ।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদেরসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সেই উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

বার্তায় আরও বলা হয়, আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের প্রতিটি মসজিদে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্য ধর্মের অনুসারীদের উপাসনালয়েও প্রার্থনা হবে বলে জানানো হয়েছে।

এদিকে বিমান দুর্ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর একটার কিছু পরে উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর ভেঙে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান।সঙ্গে সঙ্গেই বিমানটি এবং স্কুল ভবনের অংশবিশেষে দাউদাউ করে আগুন ধরে যায়। সেই সময় ওই ভবনে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক অবস্থান করছিলেন। অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে সেখানেই।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করেও আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন, যাদের অধিকাংশই ছাত্রছাত্রী। এ ছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন শতাধিক মানুষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: উপদেষ্টা ড. খলিলুর

পুলিশের ওপর হামলা বাড়লে ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে: ডিএমপি কমিশনার

তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার

ঢাকায় আসা নিয়ে যা বললেন আতিফ আসলাম

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

১০

‘সৎ-নিরপেক্ষ-দক্ষ’ ওসির খুঁজে পুলিশ সদরদপ্তর

১১

মুশফিকের পর লিটনের সেঞ্চুরি

১২