বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

ছবি: সংগৃহীত ।

রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরচক্রের সদস্যরা বোরকা পরে চুরি করতে আসেন। সিসি ক্যামেরায় দুজনকেই দেখা গেছে। পরে তারা দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করেন।

আজ বৃহস্পতিবার সকালে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, ‘আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ ৪০০ ভরি ও ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এ ছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।’

তিনি বলেন, ‘অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। এরপর দোকানে ছুটে এসে দেখি সব নিয়ে গেছে চোর।’

এদিকে, এ চুরির ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। ফুটেজটি বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটিতে চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরি করেন।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, ‘আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে।’

তিনি বলেন, ‘মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা আসলে এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি। তবে দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমরা মার্কেটের এবং দোকানের আশপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটে সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব। এই মুহূর্তে প্রাথমিকভাবে এর বেশি বলা যাচ্ছে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন : হাসনাত আব্দুল্লাহ

জকসুর ভোট গণনা স্থগিত

পিএসএলে খেলবেন মুস্তাফিজুর রহমান

শামা ওবায়েদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আ. লীগের ৪ নেতা বিএনপিতে

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

যে ভীতির কারণে শাকিব খানের সিনেমার অডিশন দিতে যাননি তিশা

শীতে ত্বক চুলকায় কেন, সমাধান জানালেন চিকিৎসক

১০

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ

১১

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, ভোট গণনা শুরু

১২