বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা পেরিয়ে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সব পরীক্ষা শেষে রাত ২টা ৫২ মিনিটে তিনি বাসায় ফেরেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছিল।