বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দাম

ছবি : সংগৃহীত।

আকরিক লোহার দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে বিশ্ববাজারে । শীর্ষ ভোক্তা দেশ চীনে চাহিদা কমার সংকেত ও স্টিল উৎপাদনে লাভ কমে যাওয়ায় চাপ বেড়েছে এ খাতে। খবর বিজনেস রেকর্ডার

শুক্রবার (২২ নভেম্বর) চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি ডেলিভারির আকরিক লোহার সর্বাধিক লেনদেন হওয়া চুক্তির দাম ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে টনপ্রতি ৭৮৫.৫ ইউয়ান, যা প্রায় ১১০ ডলার।

সিঙ্গাপুর এক্সচেঞ্জেও ডিসেম্বর ডেলিভারির আকরিক লোহার দাম ০.১ শতাংশ কমে টনপ্রতি ১০৩.৮৫ ডলার হয়েছে।

আকরিক লোহা চাহিদার সূচক হিসেবে বিবেচিত দৈনিক গড় হট মেটাল উৎপাদন ২০ নভেম্বর পর্যন্ত আগের সপ্তাহের তুলনায় ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩ লাখ ৬০ হাজার টনে। 

পাশাপাশি স্টিল উৎপাদনে মুনাফা কমছে। বর্তমানে মোট স্টিল মিলের এক-তৃতীয়াংশের সামান্য বেশি লাভে রয়েছে, যেখানে এক মাস আগেও লাভে ছিল প্রায় অর্ধেক মিল।

তবে টানা দুই দিন দাম কমলেও সপ্তাহজুড়ে আকরিক লোহা দুই বিশ্ব বেঞ্চমার্কই ১ শতাংশ বৃদ্ধিতে রয়েছে।

বাজার বিশ্লেষকেরা জানান, নভেম্বরজুড়ে সমুদ্রপথে আমদানি করা আকরিক লোহার দাম ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার ওপরে রয়েছে। এর আগে ধারণা করা হয়েছিল, চতুর্থ প্রান্তিকে গড় দাম ৯০-৯৫ ডলারের মধ্যে থাকবে।

এদিকে, চীনের রাষ্ট্রীয় আকরি লোহা ক্রেতা সংস্থা ও খনি কোম্পানি বিএইচপি’র মধ্যে নতুন চুক্তি নিয়ে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দামে সহায়তা মিলছে। এছাড়া চীনা ক্রেতা সংস্থা বিএইচপি’র একটি নির্দিষ্ট ধরণের আকরিক লোহার কেনা বন্ধের নির্দেশ দিয়েছে, যা বিদ্যমান নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত হয়ে বিরোধ আরও বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে, কোকিং কয়লা ও কোকের দাম যথাক্রমে ১.৮২ এবং ১.৩১ শতাংশ কমেছে। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে স্টিল বাজার ছিল মিশ্র। রিবার ০.০৭ শতাংশ বেড়েছে, হট-রোল্ড কয়েলের দাম অপরিবর্তিত থেকেছে, ওয়্যার রড ০.৩৬ শতাংশ বেড়েছে এবং স্টেইনলেস স্টিলের দাম ০.১৬ শতাংশ কমেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

সরকারের ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধ করতেই গণভোট : আলী রীয়াজ

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপির গণবিজ্ঞপ্তি

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

চিকিৎসা ব্যয় কমাতে বড় পদক্ষেপ সরকারের

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ আরোপ দুঃখজনক : পররাষ্ট্র উপদেষ্টা

নোয়াখালীকে টানা ৬ বার হারালো রাজশাহী

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি গ্রেপ্তার

১০

পাল্টা জবাব নয়, শত্রুপক্ষ আঘাত হানার আগেই হামলা চালাবে ইরান

১১

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল

১২