বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দাম

ছবি : সংগৃহীত।

আকরিক লোহার দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে বিশ্ববাজারে । শীর্ষ ভোক্তা দেশ চীনে চাহিদা কমার সংকেত ও স্টিল উৎপাদনে লাভ কমে যাওয়ায় চাপ বেড়েছে এ খাতে। খবর বিজনেস রেকর্ডার

শুক্রবার (২২ নভেম্বর) চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি ডেলিভারির আকরিক লোহার সর্বাধিক লেনদেন হওয়া চুক্তির দাম ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে টনপ্রতি ৭৮৫.৫ ইউয়ান, যা প্রায় ১১০ ডলার।

সিঙ্গাপুর এক্সচেঞ্জেও ডিসেম্বর ডেলিভারির আকরিক লোহার দাম ০.১ শতাংশ কমে টনপ্রতি ১০৩.৮৫ ডলার হয়েছে।

আকরিক লোহা চাহিদার সূচক হিসেবে বিবেচিত দৈনিক গড় হট মেটাল উৎপাদন ২০ নভেম্বর পর্যন্ত আগের সপ্তাহের তুলনায় ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩ লাখ ৬০ হাজার টনে। 

পাশাপাশি স্টিল উৎপাদনে মুনাফা কমছে। বর্তমানে মোট স্টিল মিলের এক-তৃতীয়াংশের সামান্য বেশি লাভে রয়েছে, যেখানে এক মাস আগেও লাভে ছিল প্রায় অর্ধেক মিল।

তবে টানা দুই দিন দাম কমলেও সপ্তাহজুড়ে আকরিক লোহা দুই বিশ্ব বেঞ্চমার্কই ১ শতাংশ বৃদ্ধিতে রয়েছে।

বাজার বিশ্লেষকেরা জানান, নভেম্বরজুড়ে সমুদ্রপথে আমদানি করা আকরিক লোহার দাম ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার ওপরে রয়েছে। এর আগে ধারণা করা হয়েছিল, চতুর্থ প্রান্তিকে গড় দাম ৯০-৯৫ ডলারের মধ্যে থাকবে।

এদিকে, চীনের রাষ্ট্রীয় আকরি লোহা ক্রেতা সংস্থা ও খনি কোম্পানি বিএইচপি’র মধ্যে নতুন চুক্তি নিয়ে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দামে সহায়তা মিলছে। এছাড়া চীনা ক্রেতা সংস্থা বিএইচপি’র একটি নির্দিষ্ট ধরণের আকরিক লোহার কেনা বন্ধের নির্দেশ দিয়েছে, যা বিদ্যমান নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত হয়ে বিরোধ আরও বাড়িয়ে তুলেছে।

অন্যদিকে, কোকিং কয়লা ও কোকের দাম যথাক্রমে ১.৮২ এবং ১.৩১ শতাংশ কমেছে। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে স্টিল বাজার ছিল মিশ্র। রিবার ০.০৭ শতাংশ বেড়েছে, হট-রোল্ড কয়েলের দাম অপরিবর্তিত থেকেছে, ওয়্যার রড ০.৩৬ শতাংশ বেড়েছে এবং স্টেইনলেস স্টিলের দাম ০.১৬ শতাংশ কমেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল

কুয়েত প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত

অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে বড় বাধা ভারত

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে : অর্থ উপদেষ্টা

পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে হামলা

সরকার আমাদের প্রতিবাদে কর্ণপাত করছে না : ফরহাদ মজহার

রামপুরায় ২৮ জনকে হত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ২ সেনা সদস্যকে

হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

১০

ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির: তারেক রহমান

১১

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ৭৭৮ জন

১২