জমকালো আয়োজনে ইম্পেরিয়াল হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের পিকনিক সম্পন্ন

ছবি- বিনিউজ।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইম্পেরিয়াল হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের পিকনিক সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসকে কেন্দ্র করে কক্সবাজার ভ্রমণ ও পিকনিকের আয়োজন করে এ প্রতিষ্ঠানটি। এতে ইম্পেরিয়াল হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের সাতটি অঙ্গ প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা- কর্মচারি উপস্থিত ছিলেন।

গত ৩০ এপ্রিল বুধবার ঢাকা থেকে গ্রিন লাইন পরিবহন ও জেদ্দা এক্সপ্রেসের বাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন  প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি। অবস্থান করেন কক্সবাজারের নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, তিন দিনের এই সফরে অংশগ্রহণকারীরা উপভোগ করেন সমুদ্রস্নান, বিচ ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন দলীয় খেলাধুলা। কর্মীদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং কাজের চাপ থেকে মুক্ত হয়ে প্রাণবন্ত কিছু সময় কাটানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

পিকনিকে সাগর পাড়ে ফুটবল খেলা, নারীদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রেষ্ট বিতরণসহ নানা আয়োজনে মুখর হয় নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট।     

সবশেষ র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণের মাধ্যমে পিকনিকের সমাপ্তি ঘোষণা করা হয়। র‌্যাফেল ড্র’র লাকি কুপনের পুরস্কার বিতরণ করেন, ইম্পেরিয়াল হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান, স্টেমজ্ হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সরোয়ার জাহান চৌধুরী, জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আরিফ হাসান।  

পিকনিকে ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমানের সহধর্মীনি নুরুন্নাহার সুমী গান গেয়ে আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেন। ভেদাভেদহীনভাবে পিকনিকে ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের মালিক কর্মকর্তা ও কর্মচারিরা আনন্দ উপভোগ করেন। এতে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। 

ইম্পেরিয়াল হেল্থ কেয়ার প্রাইভেট লিমিটেডের কয়েকজন কর্মচারি জানান, আমাদের এই পিকনিকে কারো মধ্যে কোন ভেদাভেদ ছিলো না। আমরা স্যারদের সাথে একই হোটেলে থেকেছি এবং এক টেবিলে বসে খেয়েছি। সবাই মিলে একসাথে আনন্দে মেতে উঠেছিলাম। এতে কোম্পানির প্রতি আস্থা এবং কাজের আগ্রহ বৃদ্ধি পাবে। 

ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আরিফ হাসান বলেন, আমরা সবসময় সহকর্মীদের নিয়ে কাজ করে থাকি; একারণে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে উদযাপন করার জন্য আমরা অনেক আগে থেকেই সকলে মিলে একটি আনন্দমুখর পরিবেশে পিকনিকের পরিকল্পনা করি। শ্রমিক দিবস উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়ে খুবই আনন্দে সময় কাটিয়েছি। পিকনিকে আনন্দ উপভোগের মাধ্যমে সবার মনের ক্লান্তি দূর হয়েছে। 

তিনি আরো বলেন, আমাদের এখানে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এখানকার একজন সামান্য কর্মচারিরও ভালো সম্পর্ক। খুবই কাছ থেকে উর্ধ্বতনরা আমাদের গাইড লাইন দেন, সামান্য সমস্যাতেও উনারা আমাদের সাহায্য করেন। একারণেই আমাদের কর্মীদের সাথে ম্যানেজমেন্টদের সম্পর্ক খুবই ভালো। এখানে কর্মচারি এবং কর্মকর্তাদের মধ্যে পার্থক্য খুবই কম। পিকনিকে আমাদের উর্ধ্বতন স্যারেরা উপস্থিত কয়েকজনকে ভালো কাজের পুরস্কার প্রদান করেছেন এবং আগামীতে এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন; এতে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। 

ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান বলেন, আমরা কর্মীদের নিয়ে কাজ করি, এ কারণে আমরা সবসময় কর্মীদের মূল্যায়ন করে থাকি। আমরা মনে করি কর্মীরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাই তাদের ভালো-মন্দ দেখার দায়িত্বও আমাদের। কর্মীদের থেকে ভালো কাজ পেতে হলে তাদের দিকেও খেয়াল রাখতে হবে বলে মনে করি।

শুধু বেতনে সীমাবদ্ধ থাকলেই হবে না, কর্মীদের কাজে উৎসাহী করতে আনন্দ-বিনোদনের গুরুত্বও অপরিসীম। এসব দিক বিবেচনা করেই আমাদের এই আয়োজন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ডেপুটি সেক্রেটারি সাইফুল ইসলাম, স্টেমজ্ হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সরোয়ার জাহান চৌধুরী, জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আরিফ হাসানসহ অনেকে। 

পিকনিক সফল করতে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র ম্যানেজার (ফাইন্যান্স এন্ড একাউন্টস) মুহাম্মদ তানভির হোসেন, ম্যানেজার গোলাম কিবরিয়া হানিফ শুভ, ডেপুটি ম্যানেজার আতিকুর রহমান, ডেপুটি ম্যানেজার তাহরিমা রহমান, পাবলিক রিলেশন ম্যানেজার এ.কে.এম রিফাত রায়হান, ল্যাব ম্যানেজার নুসরাত জাহান বেনজু এবং নাহিদুর জামান। 

আনন্দ মুখর পরিবেশে পিকনিক সফল করায় ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান, স্টেমজ্ হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সরোয়ার জাহান চৌধুরী, জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২