নোবেলের সঙ্গে ইডেনের সেই ছাত্রীর কারাগারে বিয়ের নির্দেশ আদালতের

ছবি সংগৃহীত।

ধর্ষণ মামলায় আটক গায়ক মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীর মধ্যে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পাদনের নির্দেশ দিয়েছেন আদালত। 

উভয়পক্ষের সম্মতি অনুযায়ী বিয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন। যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি দায়ের করেছেন, মামলার বাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, সেহেতু জেলহাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ মে রাত ২টার দিকে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ইডেন কলেজের ওই সাবেক ছাত্রী অভিযোগ করেন, ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তাকে স্টুডিও দেখানোর কথা বলে তার বাসায় নিয়ে যান এবং সেখানেই জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় নোবেল ও তার অজ্ঞাতনামা সহযোগীরা তাকে আটক রেখে ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবার তাকে শনাক্ত করে এবং পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এরপরই ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী।

বর্তমানে মামলাটি চলমান রয়েছে এবং নোবেল কারাগারে আটক রয়েছেন। এ অবস্থায় আদালতের নির্দেশে তার ও মামলার বাদীর মধ্যে বিবাহ কার্য সম্পাদনের উদ্যোগ নেয়া হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২