বুটেক্স ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১৫ জন

ছবি সংগৃহিত।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল (৭ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এ বছর ৬৪০টি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন নয় হাজার ২৭৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৫ জন পরীক্ষার্থী।

এর আগে আবেদনের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীর তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। 

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত। এবারের পরীক্ষা দুটি পৃথক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রথম কেন্দ্রে চার হাজার ২৭৩ জন পরীক্ষার্থী বুটেক্স ক্যাম্পাসে এবং বাকি পরীক্ষার্থীরা বিএফ শাহীন কলেজ, ঢাকায় পরীক্ষা দেবেন। পরীক্ষাটি মোট ২০০ নম্বরের হবে, যেখানে গণিত, পদার্থবিজ্ঞান, এবং রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর বরাদ্দ থাকবে।

মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।

ভর্তি পরীক্ষার নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা ও হলসমূহে আজ সকাল ৯টা থেকে আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত ৩৩ ঘণ্টা ইন্টারনেট ওয়াইফাই সংযোগ বন্ধ থাকবে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনও সক্রিয় থাকবে।

এবারের শিক্ষাবর্ষে মোট ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শুল্ক নীতিতে বাধা মার্কিন আদালতের

লঘুচাপ থেকে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

১০

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

১১

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১২