চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের গেটে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার সাঁটানো হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আলাওল হল গেটে ব্যানারটি দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতে ব্যানারটি টাঙানো হয়েছে। এই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে চলছে আলোচনা।

শিক্ষার্থীরা বলছেন, এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনই দায়ী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় নিষিদ্ধ সংগঠনটি ফের মাথাচাড়া দিয়ে উঠছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সকালে ব্যানারদুটির ছবি ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, একটি ব্যানার টানানো হয় বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের উত্তর পাশে, অন্যটি আলাওল হলের প্রধান ফটকের পাশে।

ব্যানারে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আমার মাটি আমার মা’, ‘সেন্ট মার্টিন ও চট্টগ্রাম বন্দর, বিদেশিদের হাতে দেব না’, ‘জাগো বাঙালি জাগো, মাতৃভূমি রক্ষা করো’। 

এ ছাড়া ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চট্টগ্রাম ৯ আসনের সাবেক এমপি ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আরো একজনের ছবি দেখা গেছে।

চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, “আলাওল হল গেটে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানো হয়েছে রাতে। অভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের দোসর, চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আন্দোলনের বিপক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও কর্মীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। 

অনেক ছাত্রলীগ কর্মী এখনো প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এসব ঘটনার বিচার না হওয়ায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে।শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা এবং ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে চবি সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানারের ছবি দেখার পর আমাদের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। ধারণা করছি, এটি ভোররাতে টানানো হয় এবং পরে সরিয়ে ফেলা হয়। কেউ হয়তো ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে, অথবা পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২