আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোরে উত্তর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কয়েক মাস আগে আঘাত হানা অপর একটি শক্তিশালী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও তীব্র কম্পনে কেঁপে উঠলো দেশটির উত্তরাঞ্চল।
প্রথমে ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার (৬ মাইল) হিসেবে উল্লেখ করেছিল ইউএসজিএস, পরে তা সংশোধন করা হয়। ভূমিকম্পের কম্পন আফগান রাজধানী কাবুলেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি ফোন নম্বর প্রচার করেছে, তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মাজার-ই-শরিফ থেকে অনেক মানুষ মাঝরাতে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন, আশঙ্কা করেন তাদের ঘর ভেঙে পড়তে পারে।
তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান সীমান্তবর্তী এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ৬৩ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়।
এ বছরের ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত ৬.০ মাত্রার এক অগভীর ভূমিকম্পে দুই হাজার ২০০ জনের বেশি মানুষ মারা যান, যা সাম্প্রতিক আফগান ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত।
বিশেষজ্ঞরা জানান, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে।