পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ শুক্রবার ঢাকার মঞ্চ মাতাবেন। রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি। কনসার্ট উপলক্ষে গতকাল ২৮ নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছেছেন এ শিল্পী।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানায়, আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন আতিফ। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।
প্রসঙ্গত, বিকেল পাঁচটা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে।