দুই চুক্তিতে বাংলাদেশকে ৯০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক

পৃথক দুটি প্রকল্পে বাংলাদেশকে দুই চুক্তিতে ৯০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক।  বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানান।

মেহরিন আহমেদ মাহবুব জানান, বাংলাদেশ এবং বিশ্বব্যাংক নগর অবকাঠামো এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিসহ পরিবেশ স্থায়িত্ব, জলবায়ু স্থিতিস্থাপকতা অর্জনে সহায়তা করার জন্য মোট ৯০ কোটি ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে।

তিনি জানান, বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট দেশের সবুজ এবং জলবায়ু-সহনশীল উন্নয়নে সহায়তা করবে। অর্থায়ন স্থানীয় ও জাতীয় পর্যায়ে সবুজ এবং জলবায়ু-স্থিতিস্থাপক হস্তক্ষেপের জন্য জনসাধারণের পরিকল্পনা, অর্থায়ন এবং বাস্তবায়নের উন্নতির জন্য নীতি সংস্কারকে সমর্থন করবে। এই খাতে ৫০ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক। 

মেহরিন আহমেদ মাহবুব জানান, আরবান এবং টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট কক্সবাজার থেকে উত্তরে পঞ্চগড় র্যন্ত মহাসড়কের ৯৫০ কিলোমিটারের বেশি অর্থনৈতিক করিডোর বরাবর সাতটি শহরের ক্লাস্টারে জলবায়ু-স্থিতিশীল এবং জেন্ডার-প্রতিক্রিয়াশীল শহুরে অবকাঠামো ও নগর ব্যবস্থাপনার সক্ষমতা উন্নত করতে ৪০ কোটি ডলার দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি টাকা। 

এই প্রকল্পের আওতায় নির্বাচিত শহুরে এলাকায় বসবাসকারী প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ উপকৃত হবে। এই প্রকল্পটি সেকেন্ডারি শহরজুড়ে জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো এবং পরিকল্পনায় সমন্বিত বিনিয়োগকে অগ্রাধিকার দেবে। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করিডোর এবং শহরের ক্লাস্টারগুলোর উন্নয়নে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করার জন্য বিনিয়োগে সহায়তা করবে।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সচিব হলেন ৩ কর্মকর্তা

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

বাড়ল এলপিজির দাম

ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি

কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

১০

বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ, বাদ পড়লেন যারা

১১

ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরো

১২