একটা সময় তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। তবে টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে ছন্দ হারিয়ে ফেলায় অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে লিটন দাসকে দায়িত্ব দেয় বাংলাদেশ। ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে গত জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাঁহাতি ব্যাটারের। তবে লঙ্কা দ্বীপের বিমান ধরার আগে ওয়ানডে থেকে তাকে সরিয়ে দেয় বিসিবি।
টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুলের সঙ্গে আলোচনায় আছে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও। কিন্তু ওয়ানডেতে টানা খারাপ পারফরম্যান্সে মিরাজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রীলঙ্কার পর আফগানিস্তানের বিপক্ষেও তাঁর নেতৃত্বে সিরিজ হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে দল, যে ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
টি-টোয়েন্টিতে লিটন এবং ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। এমন অবস্থায় টেস্ট অধিনায়ক হিসেবে আবারও শান্তকে বেছে নিতে চায় বিসিবি। গুঞ্জন আছে আমিনুল ইসলাম বুলবুল সেই প্রস্তাব দিয়েছেন বাঁহাতি এই ব্যাটারকে। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি জানান, এ বিষয়ে নাজমুলের সাথে কথা হয়নি।