চেতনার ব্যবসা যারাই করে, পরিণতি শুভ হয় না: সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক চেতনার নামে ব্যবসা করলে তার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্রপ্রহরী’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযুদ্ধকে এককভাবে নিজেদের সম্পদ বানানোর চেষ্টা করেছে, আর এ কারণে দলটি আজ প্রায় বিলুপ্তির পথে। তিনি বলেন, ২৪-এর ছাত্র গণ-অভ্যুত্থানের চেতনার ওপরও কোনো রাজনৈতিক দল যেন একচেটিয়া মালিকানা দাবি না করে। কারণ রাজনৈতিক চেতনার ব্যবসা যাঁরা করেন, তাঁদের শেষ ভালো হয় না।

তিনি বলেন, দেশের গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে এমন রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজন, যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করবে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার প্রতিষ্ঠা হয়েছে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের মনে রাখতে হবে-এই দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান নেই। গণতন্ত্র ধ্বংস করলে ফল ভুগতে হবে।

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, জাতি ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। ইতিহাসে ৭১ ও ৪৭-এ জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ানোর উদাহরণ টেনে তিনি সতর্ক করে বলেন, এখনো যদি জনগণের ইচ্ছার বিপরীতে অবস্থান নেন, তবে জনগণ প্রত্যাখ্যান করবে।

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, দলটি ঢাকায় ‘মৃত’ হয়ে দিল্লিতে ‘দাফন’ হয়েছে। তাঁর দাবি, ভারতের আশ্রয় নেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ দেশে কোনোদিনই গণতান্ত্রিক শক্তি ছিল না।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বক্তব্য দেন বিএনপি নেতৃবৃন্দ ইশরাক হোসেন, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালামসহ আরও অনেকে।

সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন : হাসনাত আব্দুল্লাহ

জকসুর ভোট গণনা স্থগিত

পিএসএলে খেলবেন মুস্তাফিজুর রহমান

শামা ওবায়েদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আ. লীগের ৪ নেতা বিএনপিতে

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

যে ভীতির কারণে শাকিব খানের সিনেমার অডিশন দিতে যাননি তিশা

শীতে ত্বক চুলকায় কেন, সমাধান জানালেন চিকিৎসক

১০

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ

১১

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, ভোট গণনা শুরু

১২