উল্লাপাড়ায় বছরে ১২৫ কোটি টাকার সবজি উৎপাদন

সবজি বাগানে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি

উল্লাপাড়ায় সবজি চাষে লাভবান হচ্ছে কৃষক। এবছর উপজেলায় ১হাজার ৪৮০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে বছরে উৎপাদিত সবজির পরিমান ৩৩হাজার ৩০০ মেট্রিকটন। যার বাজার মুল্য প্রায় ১২৫ কোটি টাকা। 

কৃষকদের উৎপাদিত সবজি উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। এতে যেমন কৃষকরা লাভবান হচ্ছে তেমনই দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল হচ্ছে।

বর্তমানে বাজারে লাউ,কুমড়া,পটল,লাল শাক,পুইশাক, আলু,বেগুন টমেটো, সীম, মুলা শাক, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি পাওয়া যাচ্ছে। কৃষকরা তাদের আবাদী জমির বাইরেও বাড়ির আঙ্গিনার পতিত জমিতে পুষ্টি বাগানে নানান রকম সবজি উৎপাদন করছেন। এতে নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে বিক্রি করে বাড়তি উপার্জন হচ্ছে তাদের। সবজি চাষে বেশী লাভবান হওয়ায় অনেক বেকার যুবকরা কৃষি কাজের প্রতি আগ্রহী হচ্ছে।

উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কয়েকজন সবজি চাষী বলেন, সবজি চাষের জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে মূলধনও কম লাগে। পরিশ্রমও অনেক কম। তবে যত্নে ত্রুটি করা যাবে না। কম সময়েই সবজি বিক্রির উপযোগী হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই বাজারে সবজি বিক্রি করা যায়। পরিবারের চাহিদাও মেটানো সম্ভব। এছাড়া চলতি মৌসুমে সবজির দামও বেশ ভালো। সব মিলিয়ে সবজি চাষকেই আমরা লাভজনক মনে করছি। তারা আরো বলেন, কৃষি কর্মকর্তা আমাদের নিয়মিত মনিটরিং করেন, সবজি চাষে কখন কি করতে হবে তিনি আমাদের সে পরামর্শ প্রদান করেন। যার ফলে আমরা অধিক পরিমান সবজি উৎপাদনে সক্ষম হচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উল্লাপাড়া উপজেলা সবজি চাষের জন্য উপযোগী। কৃষকরা সবজি চাষ করে লাভ হচ্ছে।কৃষি অফিস থেকে তারা সব রকম সহযোগীতা পাচ্ছে। সরকারি প্রনোদনা হিসেবে বীজ সার পাচ্ছে ছাড়াও আমি উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে সার্বক্ষনিক মাঠে মাঠে ঘুরে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করছি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২