চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার যারা

ছবি সংগৃহিত।

আর মাত্র আট দিন, তারপরই পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। আট দলের আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে চলছে প্রস্তুতি। এরই মধ্যে টুর্নামেন্টটি কারা ম্যাচ পরিচালনা করবেন, সেটি আগেই জানিয়েছিল আইসিসি। এবার গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা আম্পায়ার থাকছেন সেই তালিকাও এবার প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। সেই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। উদ্বোধনী ম্যাচটিতে তার সঙ্গী ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার ও ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের এহসান রাজা ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার। ফোর্থ আম্পায়ার এবং ম্যাচ রেফারির ভূমিকায় যথাক্রমে ত্রিনিদাদের জোয়েল উইলসন এবং শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

শরফুদ্দৌলা গ্রুপ পর্বে অনফিল্ড আম্পায়ার হিসেবে দুটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। উদ্বোধনী ম্যাচের পর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের এই আম্পায়ার। সেদিন তার সঙ্গী জোয়েল উইলসন

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার থাকছেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। হোল্ডস্টক ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচেও আম্পায়ার থাকবেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচের আরেক অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। 

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২