হার দিয়ে বাছাইপর্ব শেষ করল দুই পরাশক্তি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সময় আজ সকালে নিজেদের ম্যাচে হার দেখে ব্রাজিল ও আর্জেন্টিনা।

ইকুয়েডরের বিপক্ষে বিরতির আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকোলাস ওতামেন্দি। পরে পেনাল্টিতে এক গোল খেয়ে তা আর শোধ দিতে পারেনি আলবিসেলেস্তেরা। অন্য ম্যাচে, ১-০ গোলে বলিভিয়ার কাছে হেরে বাছাইপর্ব শেষ করে ব্রাজিলও। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হয়ে মূল পর্বের টিকিট পেতে প্লে-অফে জায়গা করে নেয় বলিভিয়া।

বলিভিয়ার বিপক্ষে আজ হার দিয়ে শেষ হলো ব্রাজিলের বিশ্বকাপ বাছাই অভিযান। শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও এবার বাছাইয়ের দিনগুলো হয়তো দ্রুতই ভুলে যেতে চাইবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ইতিহাসে ব্রাজিলের এবারের পারফরম্যান্সই যে সবচেয়ে বাজে।

আজ সকালের ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হারের পর ব্রাজিলের সংগ্রহ ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট—সাফল্যের হার ৫১ শতাংশ। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে পয়েন্ট তালিকায় তাঁরা পঞ্চম। আগের নিয়মে বাছাইপর্ব হলে টেবিলের পঞ্চম দল হিসেবে প্লে-অফ খেলতে হতো ব্রাজিলকে।

তবে এবার ৪৮ দলের নতুন সংস্করণের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব থেকে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে। সে হিসাবে শীর্ষ ছয় দলের একটি হিসেবে আগামী বছর জুনে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলবে ব্রাজিল।

ব্রাজিলের ওপরে থেকে বিশ্বকাপ বাছাই শেষ করেছে আর্জেন্টিনা (৩৮ পয়েন্ট), ইকুয়েডর (২৯ পয়েন্ট), কলম্বিয়া (২৮ পয়েন্ট), উরুগুয়ে (২৮ পয়েন্ট)। কলম্বিয়া ও উরুগুয়ের সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ব্রাজিল পাঁচে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে কার্লো আনচেলত্তির দল প্রত্যাশা মেটাতে না পারলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে নবম। যে কারণে তারা পট ১-এ থেকে বিশ্বকাপের ড্রতে অংশগ্রহণ করবে।

অন্যদিকে, দক্ষিণ আমেরিকান অঞ্চলের আরেক পরাশক্তি আর্জেন্টিনারও বিশ্বকাপ বাছাইয়ে শেষটা ভালো হলো না। 

দুই লাল কার্ড ও পেনাল্টির এ ম্যাচে লিওনেল মেসিকে পায়নি আর্জেন্টিনা। তাঁকে বিশ্রাম দিয়েছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। সর্বশেষ ভেনেজুয়েলা ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন এনে শেষটা ভালো করার চেষ্টা করেছিলেন স্কালোনি। কিন্তু ৩১ মিনিটে অধিনায়ক নিকোলাস ওতামেন্দির লাল কার্ড দেখা এবং প্রথমার্ধে যোগ করা সময়ের ১৩ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডর ফরোয়ার্ড এনের ভ্যালেন্সিয়ার গোলে হারের তেতো স্বাদ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আর্জেন্টিনাকে। 

তবে বিশ্বকাপে খেলা নিয়ে চিন্তা নেই আর্জেন্টিনার। সেটা নিশ্চিত হয়েছে আগেই। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের তালিকায় শীর্ষে থেকে এবারের বিশ্বকাপ বাছাই শেষ করল স্কালোনির দল।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আরেক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

এনসিপি চায় চুয়াডাঙ্গা-১ আসন, জামায়াতের না

জানুয়ারির ৪ দিনে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় : জরিপ

রিমান্ড বাতিল করে সুরভীর জামিন মঞ্জুর

কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, বললেন কিউবাও পতনের মুখে

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

জকসু নির্বাচন উপলক্ষে প্রশাসনের ৮ নির্দেশনা

১০

একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান

১১

এ বছরেই শাকিব খান-হানিয়া আমির জুটি বাঁধছেন!

১২