স্কলারশিপ দিচ্ছে তুরষ্ক; থাকছে যেসব সুযোগ সুবিধা

বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে তুর্কি সরকার। দেশটির প্রষিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি অর্জনে এ সুযোগ প্রদান করা হচ্ছে। 

তুরস্ক সরকারের অর্থায়নে এই স্কলারশিপ দেয়া হচ্ছে। যেটি একটি প্রতিযোগিতামূলক প্রোগ্রাম। এই স্কলারশিপের মাধ্যমে এক শিক্ষার্থী এবং গবেষক তুরস্কের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলাতে ফুল টাইম অথবা শর্ট টাইম প্রোগ্রামে পড়াশুনার সুযোগ পেয়ে থাকেন। 

আগামী নেতাদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন এবং একটি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে তুরস্ক এই স্কলারশিপ প্রদান করে থাকে। 

গত ১০ জানুয়ার থেকে তুরস্কে স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছে, যা আগামী ২০ জানুয়ারি শেষ হবে। অনার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির জন্য এই স্কলারশিপে আবেদনের সুযোগ রয়েছে। 

কোনো শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য উত্তীর্ণ হলে তার যাবতীয় খরচ তুর্কি সরকার বহন করবে। 

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।

* মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। 

* স্নাতকের জন্য ৭০০ তুর্কি লিরা  (বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৩৯৯ টাকা) প্রদান করবে।

* স্নাতকোত্তরে জন্য ৯৫০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ২৫৬ টাকা) প্রদান করবে।

* পিএইচডির জন্য প্রায় ১৪০০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার ৭৯৮ টাকা) প্রদান করবে।

* গবেষণার জন্য প্রতি মাসে ৩ হাজার তুর্কি লিরা প্রদান করবে।

* আবাসন সুবিধা প্রদান করবে। স্নাতকের শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়া সম্পূর্ণ বিনা মূল্যে। স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীরা দ্বিতীয় বছর থেকে ৫৫০ লিরা প্রদান করতে হবে। চাইলে সপরিবারে থাকা যায়।

* স্বাস্থ্যব্যয় পাবলিক হেলথ ইনস্যুরেন্স বহন করবে।

* বিমানে আসা-যাওয়ার খরচ।

* বিনা মূল্যে এক বছরের তুর্কি ভাষা কোর্স করা যাবে।

* ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো ফল থাকলে ইউরোপের যেকোনো দেশে ১ সেমিস্টার পড়ার সুযোগ।

আবেদনের যোগ্যতা

* তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা যাবে না।

* স্নাতকে সর্বোচ্চ ২১ বছর।

* স্নাতকোত্তরে সর্বোচ্চ ৩০ বছর।

* পিএইচডিতে সর্বোচ্চ ৩৫ বছর।

* রিসার্চে সর্বোচ্চ ৪৫ বছর। 

* স্নাতক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে মেডিসিন, ফার্মেসি এবং এ সংক্রান্ত সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৯০% নাম্বার এবং বাকি অন্যান্য সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৭০% নাম্বার থাকতে হবে।

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ৭০ শতাংশ মার্কস তুলতে হবে।

* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।

* ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথি

* সাদা ব্যাকগ্রাউন্ডের একটি পাসপোর্ট সাইজের ছবি।

* পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যানড কপি (ইংরেজি)।

* সব পরীক্ষার সার্টিফিকেট।

* সব পরীক্ষার মার্কশিট।

* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

* দুটি রেফারেন্স লেটার।

* একটি মোটিভেশনাল লেটার।

* স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।

* একটি রিসার্চ প্রপোজাল।

* টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)।

* এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি ইত্যাদি)।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://tbbs.turkiyeburslari.gov.tr/ ওয়েবসাইটে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://turkiyeburslari.gov.tr/ -লিংকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২