যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত ।

ভুখণ্ড ছাড়ের মাধ্যমে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ নভেম্বর) তিনি এ লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্টের উদ্দেশে বলেছেন, কিয়েভকে এটি পছন্দ করতে হবে। খবর এএফপির।

ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাড়া দেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাকে এটা পছন্দ করতে হবে, তিনি যদি তা পছন্দ না করেন তবে তাকে কেবল যুদ্ধই চালিয়ে যেতে হবে।’

ওভাল অফিসে নিউইয়ের্কের ভবিষ্যৎ মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথার সময় ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘একভাবে বলা যায় তিনি এই পরিকল্পনাকে গ্রহণ করতে যাচ্ছেন।’

শুক্রবার এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন পরিকল্পনা ফিরিয়ে দিয়ে বলেন, ২৮ দফার এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিনি তার দেশের সঙ্গে ‘বেঈমানি’ করতে পারবেন না। তার ভাষায় এই পরিকল্পনা পুরোপুরি রাশিয়ার পক্ষে গেছে।

এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনা গ্রহণে ২৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। ওই দিনটিতে যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে’র ছুটি থাকে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব ও পরিকল্পনা নিয়ে ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার কাছে বেশ কয়েকটি সময়সীমা রয়েছে। যদি সবকিছু ভালোভাবে এগোয় তবে আপনি সময়সীমা বাড়াতে পারেন। তবে আমি মনে করি আগামী বৃহস্পতিবারই হচ্ছে সঠিক সময়।’

মার্কিন পরিকল্পনা অনুসারে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তার পূর্বাঞ্চলীয় বেশ অনেকটা ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে এবং তাদের সামরিক বাহিনীর আকার ছোট করে আনতে হবে।

এছাড়া, কিয়েভ ন্যাটো জোটে অন্তর্ভূক্ত হতে পারবে না, পাশাপাশি পশ্চিমা শান্তিরক্ষীরা ইউক্রেনে প্রবেশ করতে পারবে না- এরকম বিষয়গুলোও রয়েছে পরিকল্পনায়। তবে কিয়েভ বরাবর পশ্চিমা দেশের শান্তিরক্ষী মোতায়েনের দাবি জানিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি যুদ্ধ চলতে থাকে তবে ইউক্রেনের জনগণ তাদের ভূখণ্ড হারাতেই থাকবে। তারচেয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অনুসারে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়াই ভালো হবে। তিনি আরও বলেন, ইউক্রেনের সৈন্যরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনার ব্যবসা যারাই করে, পরিণতি শুভ হয় না: সালাহউদ্দিন আহমদ

রাজধানীর বিজয়নগরে একটি ভবনে আগুন

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না: মির্জা ফখরুল

২৪ ঘণ্টা পর একই সময়ে আবারও ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: ইসি সানাউল্লাহ

এবার ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

মানসিক স্বাস্থ্য সতর্কতা: স্ট্রেস কমানোর চাবিকাঠি আপনার হাতেই

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

যুদ্ধ বন্ধে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প

ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে আসে: আজহারি

১০

ঢাকায় পৌঁছেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

১১

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

১২