যুদ্ধ বন্ধে প্রায় দুই ঘণ্টা কথা বললেন ট্রাম্প-পুতিন

ছবি সংগৃহিত।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ মার্চ) গ্রিনিচমান সময় ১৪টার দিকে এই ফোনালাপ শুরু হয় বলে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। রয়টার্স

হোয়াইট হাউজের এক কর্মকর্তা মঙ্গলবার (১৮ মার্চ) জানিয়েছেন, গিনিচ সময় ১৪টার দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন। হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “ফোনালাপ চলছে এবং এটি এখনো হচ্ছে।” সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প ও পুতিন প্রায় ২ ঘণ্টা কথা বলেন। একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুতিনের সঙ্গে ট্রাম্পের এ ফোনালাপের উদ্দেশ্য ছিল, পুতিনকে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করানো, যেখানে রাশিয়ার দখল করা ইউক্রেনের কিছু অঞ্চলে ছাড় দিতে সম্মত হবে। যদিও ইউক্রেন চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন এখনও পুরোপুরি রাজি হননি। তবে ট্রাম্প বিশ্বাস করেন, পুতিনের সঙ্গে সরাসরি কথা বলে তিনি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যেতে সক্ষম হতে পারেন।

গত সপ্তাহে পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি সম্ভব, তবে সেটি মূল সমস্যার ওপর ভিত্তি করে হতে হবে। ইউক্রেনের বৃহৎ অংশ রাশিয়ার দখলে চলে গেছে এবং পুতিন বলেছেন, রাশিয়ার স্বার্থ রক্ষা হলেই তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। 

এদিকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ডান স্কাভিনো পরবর্তীতে এক্সে তিনি লেখেন ‘আলোচনা চলছে’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এই ফোনালাপের ব্যাপারে খুব বেশি তথ্য জানা যাচ্ছে না। তবে ডান স্কাভিনোর পোস্টের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে, ট্রাম্প ও পুতিন ৯০ মিনিটের বেশি সময় ধরে কথা বলছেন। এর কিছুক্ষণ পরই জানা যায় তাদের ফোনালাপ শেষ হয়েছে।

এছাড়া ট্রাম্প রাশিয়াকে কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ দেয়ার ইঙ্গিত দিয়েছেন, যার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও অন্তর্ভুক্ত হতে পারে। 

এখনও পর্যন্ত ট্রাম্প এবং পুতিনের ফোনালাপের সম্পর্কে হোয়াইট হাউজ থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, তবে তাদের আলোচনা ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলেছে বলে জানানো হয়


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২