ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে প্রতারণা এড়াতে পরামর্শ

ছবি: সংগৃহীত।

আধুনিক এই সময় আর্থিক লেনদেন প্রায় ক্যাশলেস হয়ে পড়েছে। বেড়েছে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার। অধিকাংশ ক্ষেত্রে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। হতে পারে তা হাতে থেকে সরাসরি কিংবা অনলাইনে। শপিংমলে কেনাকাটা, রেস্টুরেন্টে বিল দেয়া, সিনেমা দেখার টিকিট কাটা, ভ্রমণের জন্য টিকিট ও হোটেল বুকিং কিংবা অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট কার্ডই ব্যবহার হয়।এক্ষেত্রে অনেকেই প্রতারণারও শিকার হয়ে থাকেন।

প্রযুক্তির বদলে ডেবিট ও ক্রেডিট কার্ড আমাদের জীবনকে যেমন সহজ করেছে, একইভাবে প্রতারক চক্রও তাদের প্রতারণার কৌশল হিসেবে এসব বিষয়কে লক্ষ্যে পরিণত করেছে। ফলে ঝুঁকি বেড়েছে। এ কারণে কখনো অচেনা কোনো ফোন ধরা, ভুয়া অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ না করা, ফিশিং লিংকে প্রবেশ না করার পরামর্শ দেয়া হয়। এছাড়াও কিছু বিষয় রয়েছে, যা খেয়াল রাখলে প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই।

১. পিন, পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার না করা

পিন, পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কখনো কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনো ফোন বা মেসেজে এসব তথ্য চায় না। যদি কেউ চায়, বুঝতে হবে প্রতারণার চেষ্টা করছে।

২. ডিভাইস সুরক্ষিত রাখা

যদি স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে অনলাইন ব্যাংকিং করেন, তবে সেগুলোকে ভাইরাস ও স্পাইওয়্যার থেকে সুরক্ষিত রাখুন। নিয়মিত সিস্টেম চেক ও অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

৩. অচেনা লিংক ও অ্যাপ থেকে দূরে থাকুন

মেসেজ বা ই–মেইলে পাওয়া লিংক বা অ্যাপ ডাউনলোডের অনুরোধে সাড়া দেবেন না। এসবের মাধ্যমে আপনার কার্ডের তথ্য চুরি হতে পারে।

৪. শক্তিশালী পিন ও পাসওয়ার্ড তৈরি করা

সহজ সংখ্যা যেমন ১২৩৪ বা জন্মতারিখ, নাম, ফোন নম্বর ব্যবহার করা যাবে না। সবসময় আলাদা ও জটিল পিন ব্যবহার করতে হবে।

৫. কার্ড হারালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া

কার্ড হারিয়ে গেলে বা খুঁজে না পেলে দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যাংকের মাধ্যমে কার্ডটি সাময়িকভাবে লক করুন। যদি কার্ড না পাওয়া যায়, নতুন কার্ড ইস্যু করুন।

সঠিকভাবে ব্যবহার করলে ডেবিট ও ক্রেডিট কার্ড যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি সচেতন থাকলে প্রতারণার ঝুঁকি থেকেও নিরাপদ থাকা সম্ভব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সচিব হলেন ৩ কর্মকর্তা

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

বাড়ল এলপিজির দাম

ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি

কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

১০

বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ, বাদ পড়লেন যারা

১১

ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরো

১২