আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন : নুর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র, প্রশাসন, আইন-শৃঙ্খলা ও নির্বাচন কমিশন সংস্কারসহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে।

পটুয়াখালী নতুন বাজার এলাকায় গণঅধিকার পরিষদ আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বতর্মান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে। 

অন্তর্বর্তী সরকারের প্রতি নুর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি। তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে। ফ্যাসিবাদ যাতে আবার আসতে না পারে, এ ব্যাপারে বিএনপি, জামায়াতসহ আমাদের এক থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মুন্নার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সম্পাদক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, ঢাকা মহানগর দক্ষিন শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন  গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রোমান, সহ- সভাপতি মহিববুল্লাহ এ্যানি, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. মহসীন মৃধা প্রমুখ।

এ সময় নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকন দের নেতৃত্বে ১শ সনাতন পরিবার নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগদান করেন। নুর সদ্য যোগদানকারী ১শ সনাতন পরিবারের সদস্যকে স্বাগত ও শুভেচ্ছা জানান।  

এ সময় সদ্য যোগদানকারীদের উদ্দেশ্য করে নুর বলেন, আপনারা আগের চেয়ে এখন নিরাপদে আছেন এবং নিরাপদে থাকবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২