চলমান স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা নির্মাণ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
উপদেষ্টা পরিষদ বৈঠক নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, যতটুকু সম্ভব কম জায়গা নিয়ে উত্তর দিকে মুখ করে থানা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আগের থানার কাছাকাছি জায়গাতেই নতুন এ থানা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সোহরাওয়ার্দী উদ্যানের প্রাকৃতিক, নান্দনিক, ঐতিহাসিক পটভূমি আছে। ঐতিহাসিক সব জায়গা যথাসম্ভব অক্ষত রাখার চেষ্টা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
তিনি আরও বলেন, বর্তমানে থানার পাশের ফুলের মার্কেটও পুনঃবিন্যাসের চেষ্টা হবে। প্রকল্পে দুটিতে শিশুপার্ক রাখার কথা বলা আছে।
প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আছে