পবিপ্রবিতে ‘বিশ্ববিদ্যালয়ের অর্জন’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত

ছবি সংগৃহিত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয়ের অর্জন’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রিসার্চ অ্যান্ড ট্রেইনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রশিদের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মাসুদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ নেসার উদ্দিন। এছাড়া গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ, অধ্যাপক ড. মোঃ খোকন হোসেন ও অধ্যাপক ড. মোঃ সাজেদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়েছে, তবে আরও নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে গবেষণার প্রতিটি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ বলেন, মানবকল্যাণে পরিচালিত গবেষণাই প্রকৃত ইবাদত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২