অবশেষে আলোর মুখ দেখছে নির্মাতা অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা আটকে যায়। অবশেষে বন্দিদশা কাটছে। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
এটি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকরা। সেই অপেক্ষা এবার ফুরাচ্ছে। দেশের দর্শকের সামনে আসতে চলেছে ছবিটি।
‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।