আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যেতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান হয়ে যেতে পারে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।.

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু ল’ অ্যান্ড অর্ডার ইস্যু চলে আসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতে যুক্ত হতে হয়েছে।

তিনি বলেন, " আমাদের ছাত্র ভাইদেরকেও আমরা অনুরোধ করবো, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে যাতে সমস্যাটার সমাধান হয়, ওইদিকে যেতে হবে।"  

এ সময় তিনি জনগণের ভোগান্তি কমাতে রাস্তা ব্লক না করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছি। ছাত্রদের প্রতিও অনুরোধ প্রতিটি বিষয় ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দিকে যেতে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা দেশের জন্য ভাবে এবং দেশের জন্য কাজ করে। তারা পজিটিভ কাজই করে, নেগেটিভ কাজ করে না। কোনো কোনো ক্ষেত্রে এক-দুটি ভুল হতে পারে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২