নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এলো ২২০ কোটি ডলার

চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১১ দশমিক ১৪ বিলিয়ন বা এক হাজার ১১৪ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লাখ ৩৪ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৩৩ কোটি ডলার বা ২৬ দশমিক ৪৪ শতাংশ বেশি। একক মাস হিসেবে গত নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ডলার। এভাবে রেমিট্যান্স বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক উন্নতি হচ্ছে।

তথ্য অনুযায়ী, রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত চার মাসে এক হাজার ৫৭৯ কোটি ডলারের রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১০ দশমিক ৮০ শতাংশ বেশি। রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধির ফলে ডলার বাজারে অস্বস্তি  কমতে শুরু করেছে। 

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ডলারের দর ১২০ টাকায় স্থিতিশীল আছে। এর আগে আমদানিকারকদের যেখানে প্রতি ডলার ১২৫ টাকা পর্যন্ত কিনতে হচ্ছিল। এছাড়া গত নভেম্বর মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সেপ্টেম্বর–অক্টোবর সময়ের জন্য ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়। এরপর রিজার্ভ কমে গত ১১ নভেম্বর ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে নেমেছিল। সেখান থেকে আবার বেড়ে ১৮ দশমিক ৭৪ বিলিয়নে উঠেছে। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল ২০২১ সালের আগস্টে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সমকালকে বলেন, বর্তমান সরকার আর্থিক খাত সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। অর্থপাচার রোধ এবং আগে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন উদ্যোগ চলমান আছে। এর মধ্যে গত আগস্ট থেকে টানা চার মাসে গড়ে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। চলতি অর্থবছরের পাঁচ মাসে রেমিট্যান্স ১১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ সময়ে রপ্তানি আয়েও ভালো প্রবৃদ্ধি হচ্ছে। এর ফলে ডলার বাজারে এখন আর আগের মতো অস্থিরতা নেই।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২