৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের আইকনিক স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর নাম। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এই তথ্য দিয়েছে।
সান্তিয়াগো বার্নাব্যু থেকে স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে দ্য বার্নাব্যু। স্পেনের সংবাদ মাধ্যম মার্কা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ব্যবসার খাতিরে এমনটা করতে যাচ্ছে ক্লাবটি।
লস ব্লাঙ্কোরা ১৯৫৫ সালের ৪ জানুয়ারি মাঠটির নামকরণ হয় সান্তিয়াগো বার্নাব্যু। ক্লাবের সাবেক খেলোয়াড়, কোচ ও প্রেসিডেন্টকে সম্মানিত করতে এই নাম দেওয়া হয়। তারপর থেকে এটি বিশ্বের বিখ্যাত স্টেডিয়াম হয়ে ওঠে।
৮৫ হাজার ধারণক্ষমতার স্পেনের দ্বিতীয় বৃহত্তম ও ইউরোপের তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল ১৯৪৭ সালে। ক্লাবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট বার্নাব্যুর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয় ১৯৫৫ সালে। সে হিসেবে ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে।