প্রকৃতিতে শীতের আমেজ। বাজারে নতুন সবজি পাওয়া যাচ্ছে। তবে আলুর দাম এখনো কমেনি। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হিমাগার পর্যায়ে আলুর দাম এখনো বেশি। এ কারণে খুচরা বাজারেও পণ্যটির দাম কমেনি। হিমাগার পর্যায়ে নেই স্থানীয় প্রশাসনের নজরদারি। তাই কমেনি আলু দাম।
ব্যবসায়ীরা বলছেন, প্রায় তিন সপ্তাহ ধরে বাজারে আলুর দাম বাড়তি। চলতি মাসের শুরুতে খুচরায় প্রতি কেজি আলুর দাম ছিল ৬০-৬৫ টাকা। গতকাল বৃহস্পতিবার ঢাকার তিনটি খুচরা বাজারে মানভেদে আলু বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। সেই হিসাবে তিন সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।
ক্রেতারা বলছেন, আলু নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য। আলুর দাম বেশী হওয়ায় বিপাকে পড়েছেন মধ্য ও নিম্নবিত্ত শ্রেনীর মানুষ। তাই আলু বাজার নিয়ন্ত্রণের দাবী জানান তারা।