পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের অধিকারসহ নিরাপদ প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না।
রবিবার (২২ ডিসেম্বর) বিস অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তুলতে স্থিতিশীলতার তাগিদও দেন পররাষ্ট্র উপদেষ্টা। এজন্য রোহিঙ্গা প্রত্যাবাসনে সকল অংশীজনকে সহযোগিতার আহ্বান জানান তৌহিদ হোসেন।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগর অর্থনীতি ও ভুকৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজর পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর যাতে সহযোগিতার কেন্দ্রে পরিণত হয় সেই চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।