চাকরি প্রার্থীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনছে পিএসসি

চাকরি প্রার্থীদের জন্য বড় ধরনের সংস্কার করতে চলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আটকে থাকা বিসিএসগুলোর বিষয়ে বড় কিছু সিদ্ধান্ত নেয়াসহ আরো কিছু সংস্কারের পথে হাঁটছে পিএসসি।

পিএসসির পক্ষ থেকে এ বিষয়ে জানান হয়, বিসিএসসহ সরকারি চাকরিগুলোতে বড় ধরনের কিছু পরিবর্তন আনার চেষ্টার পাশাপাশি চাকরি প্রত্যাশীদের সুবিধা বৃদ্ধির জন্য পিএসসি অবিরাম কাজ করে যাচ্ছে। প্রায় সাড়ে চার মাসের স্থবির অবস্থা কাটিয়ে বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে এই সাংবিধানিক সংস্থাটি। তারই ধারাবাহিকতায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমলে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

কমতে পারে আবেদন ফি: ৪৭তম বিসিএসের আবেদন ফি অর্ধেক করার জন্য পিএসসি প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। পিএসসির এ প্রস্তাবে সমর্থন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত এক প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যেতে পারে। এরপর বুধবার সচিব কমিটি সভায় সিদ্ধান্ত হয়েছে, বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা হচ্ছে। এ বিষয়ে প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে বলে জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন।

মৌখিক পরীক্ষায় নম্বর কমছে: বিসিএসে প্রথমে প্রিলিমিনারি। প্রিলিমিনারি পাশের পর লিখিত, এরপরে হয় মৌখিক পরীক্ষা। এ মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের নেয়া হয়। পিএসসি চায় এ নম্বর ১০০ করতে। সে ক্ষেত্রে বিসিএসে আগে মোট ১১০০ নম্বরের পরীক্ষা হত। এখন ১০০০ নম্বরে পরীক্ষা হবে। পিএসসির পক্ষ থেকে এ প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, প্রস্তাবটি অনুমোদন পেয়েছে, ৪৪তম বিসিএস থেকেই এটি কার্যকর হবে।

চাকরির বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: গত ৩১ অক্টোবরে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবেন। কিন্তু পিএসসি একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায়। সেই উদ্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব অনুমোদিত হলে ৩২ বছর বয়স পর্যন্ত যতবার সুযোগ থাকবে ততবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রত্যাশীরা।

পিএসসির একজন কর্মকর্তা বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বয়স ৩২ পর্যন্ত একজন প্রার্থী চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চায় পিএসসি। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর এবং শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এ বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭, আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২