ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে তিনি। বিয়ে এবং সন্তান কোনও বিষয় তিনি প্রকাশ করেননি। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে হঠাৎ করেই আলোচনায় এই অভিনেত্রী।
পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মাসহ পরিবারের সদস্যরা। বিষয়টি থানা পর্যন্তও গড়িয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে পপির একটি ভিডিও প্রকাশ হয়। ওই ভিডিওতে তার বিরুদ্ধে মা-ভাই-বোনের আনা সব অভিযোগ মিথ্যা দাবি করেন পপি।
তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ।
কান্নাজনিত কণ্ঠে পপি বলেন, আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মত মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি তাদের জন্য ব্যয় করেছি। নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি শুধু আমার ভাইবোনদের মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি বরং হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে।
পপি বলেন, মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি দুহাতে দিতে পেরেছি তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না। তাই তাদের কাছে গলার কাঁটা, শত্রু এবং অপছন্দের মানুষ।
পপি তার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার আপন ভাই-বোন আমাকে একের পর এক নির্যাতন করেছে। তারা আমাকে শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছিল তারা। এমনকি আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকা দিয়েছে।
আমি যে এতো বছর উপার্জন করেছি। তারা আমার সঙ্গে বেইমানি করেছে। আমার সব আয় করা অর্থ তারা নিয়ে নিয়েছে। আমার টাকায় কেনা সম্পত্তি কোনোটাই আমার নামে ছিল না। সব ছিল আমার ভাইবোনের নামে।
মায়ের ব্যাপারে তিক্ততা নিয়ে পপি বলেন, পৃথিবীতে সব মাই মা না। খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালবাসতে পারেনি। আমার পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁসছিলাম, দুধ দেওয়া একটি গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনোই ভালোবাসাটা পাইনি। তারপরও কোনো অভিযোগ নেই, এখনও নেই।
আরো বলেন, একটা মানুষ যখন মেশিন নিয়ে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবে থাকে। মানুষ হিসেবে থাকে না। আমার বাবা-মা আমার সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকা করেছে। আমার সব টাকা-পয়সা বোনের অ্যাকাউন্টে ছিল তারপরও কিছু বলিনি। ২০০৭ সালের ঘটনা বলছি। তখন জানতে পারলাম কোন কিছুই আমার নেই।
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।