মুদি দোকানিকে গলা কেটে হত্যা, রক্ত গামলাতে করে টয়লেটে ফেলে খুনিরা

হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুদি দোকানদার রইস উদ্দিনের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও রইসের লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নিহত রইস উদ্দিন কাঙলাকান্দা নলুয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নলুয়া বাজারে মুদি দোকান পরিচালনা করতেন। গ্রেপ্তারকৃতরা হলেন— একই গ্রামের আজিজ আলী মন্ডলের ছেলে মো. মামুন (২৮) এবং জুগ্নীদহ পশ্চিমপাড়া গ্রামের মৃত রানু শেখের ছেলে মো. জয়নাল শেখ (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, রইস উদ্দিন গত ৩ নভেম্বর তার দোকান থেকে বাড়ি ফিরে না আসলে তার আত্মীয়-স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। ফোনটি বন্ধ পাওয়ার পর ৮ নভেম্বর রইসের ছেলে দুলাল হোসেন শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর, ১৮ নভেম্বর সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বাজারের পাশের একটি ডোবায় রইসের মরদেহ পাওয়া যায়।

হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে পুলিশ জানায়, মামুন ও জয়নাল দীর্ঘদিন ধরে রইসের দোকানে আড্ডা দিতেন এবং তার টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। ৩ নভেম্বর রাত ১০টা থেকে তারা রইসকে অনুসরণ করতে শুরু করেন। রইস রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে গেলে, তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর, রইসের ঘরের তোষকের নিচে থাকা ১৬ হাজার টাকা নিয়ে যায় মামুন। রক্ত গামলাতে করে টয়লেটে ফেলে দেয়। এরপর, রইসের মরদেহ বস্তায় ভরে ডোবায় ফেলে দেওয়া হয়।

পুলিশ হত্যাকাণ্ডের পুরো ঘটনার তদন্ত করে নিশ্চিত করেছে যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং দুই আসামি হত্যার উদ্দেশ্যে রইসের ওপর হামলা চালায়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২