বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে মাহমুদউল্লাহ রিয়াদের নাম প্রত্যাহার

ছবি সংগৃহিত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবিকে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। 

সোমবার (১০ মার্চ) বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।

বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ। বিসিবি ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি। পরিবর্তন, পরিমার্জন হলেও গেল দুই বছর যেই সংখ্যাটা ছিল ২১। তবে এবার মোটে চারটা টেস্ট খেলবে টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফফর্ম। তাইতো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মমুশফিকুর রহিমকে চুক্তিতে রাখা নিয়ে হয় নানা জল্পনা।

মাহমুদউল্লাহ রিয়াদ নাম প্রত্যাহার করে নেয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি। যার অর্থ বিসিবির সঙ্গে মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি।

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ-মুশফিককে রেখেই প্রাধমিক তালিকা প্রস্তুত করেছিল বিসিবি। তবে সম্প্রতি মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়ে থাকে। আর সর্বশেষে রিয়াদ বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। দুই ম্যাচ খেলে মুশফিকের পারফরম্যান্স ভালো ছিল না। এক ম্যাচ খেলে ব্যর্থ হন রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেই তাদের বিদায় বলার গুঞ্জন ছিল। তবে মুশফিক দেশে ফিরে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও রিয়াদ তেমন কিছুর ঘোষণা দেননি। জানা গেছে, টেস্ট ও টি-২০’র মতো ওয়ানডে ফরম্যাটও মাঠ থেকে ছাড়তে চান রিয়াদ। তাতে সমর্থন আছে বিসিবিরও। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

বাছাইয়ে মনোনয়ন বাতিল ৭২৩, বৈধ ১৮৪২

শীতার্তদের পাশে দাঁড়াল ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ

মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

১০

সচিব হলেন ৩ কর্মকর্তা

১১

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

১২