লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রনে অগ্রগতি

নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দাবানল। একই সঙ্গে গত কয়েক দিন ধরে চলা প্রচণ্ড বাতাসও কমতে শুরু করেছে। বাতাস কমায় দাবানলের বড় দুটি জায়গার আগুন শুক্রবার নিয়ন্ত্রণ আসতে শুরু করে। এতে আজ শনিবার পর্যন্ত প্রাণ গেছে ১১ জনের। ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে আরও দুই লাখ জনকে। খবর- বিবিসি

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে সাফল্যের খবর এসেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। 

ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস বলেছে, শুক্রবারের আগ পর্যন্ত বড় দুই দাবানল প্যালিসেইডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল শূন্য শতাংশ। অগ্নিনির্বাপণকর্মীরা আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও কয়েক দিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। অবশেষে প্যালিসেইডসের আগুন ৮ শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ব্রিফিং-বলেছেন, দাবানলের মোকাবিলা করতে ক্যালিফর্নিয়ার জন্য ফেডারেল সুবিধা ও বাড়তি তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি একে তিনি `লস অ্যাঞ্জেলেসে আঘাত হানা সর্বকালের ভয়াবহ দাবানল’ বলে অভিহিত করেছেন।

প্রেসিডেন্ট বলেছেন, এই অর্থসহায়তার আওতায় পড়বে, অস্থায়ী আশ্রয় শিবিরের ১৮০ দিনের সমস্ত ব্যয় মেটানোর জন্য খরচ, বিপজ্জনক জিনিসপত্র সরানোর ব্যয়, জরুরি সেবাদানকারীদের বেতন ও জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সকল ব্যয়।

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, যিনি ক্যালিফর্নিয়ার সাবেক সিনেটর, তিনিও এই ব্রিফিং-এ বক্তব্য রেখেছেন। ক্যালিফর্নিয়ার পরিস্থিতিকে “অ্যাপোক্যালিপ্টিক” এবং “এমন এক ঘটনা যার প্রভাব আসন্ন কয়েক মাস ও বছর ধরে থাকবে” বলে মন্তব্য করেছেন হ্যারিস। খালি করা হচ্ছে এমন একটি এলাকায় ভাইস প্রেসিডেন্টের বাড়ি রয়েছে, তবে তার বাড়িতে কোনও ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ক্যালিফর্নিয়ার বন ও অগ্নি নির্বাপন দপ্তর জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস এলাকায় পাঁচটি ক্ষিপ্র ও সক্রিয় দাবানলের মোকাবিলা করছে তারা: প্যালিসেডস, ইটন, হার্স্ট, লিডিয়া ও সানসেট দাবানল, তবে প্যালিসেডস ও ইটনের দাবানল সবচেয়ে বৃহৎ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২