আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির বর্তমান মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল)— বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের বিনিয়োগ 'কৌশলগত পর্যালোচনা'র (স্ট্র্যাটেজিক রিভিউ) মধ্যে রেখেছে। ইউএসএল যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক কোম্পানি ডিয়াজিও পিএলসি-র মালিকানাধীন কোম্পানি।
এই পর্যালোচনা প্রক্রিয়াই আসলে বিক্রির প্রাথমিক ধাপ। ইউএসএল জানিয়েছে, তারা আগামী ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে চায়। অর্থাৎ, চলতি আইপিএল মৌসুমের পরই দলটি নতুন মালিক পেতে পারে।
ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সিইও প্রবীণ সোমেশ্বর বলেছেন, ‘আরসিএসপিএল ইউএসলের একটি মূল্যবান এবং কৌশলগত সম্পদ।তবে এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। এই পদক্ষেপটি ইউএসএল এবং ডিয়াজিওর ভারতের এন্টারপ্রাইজ পোর্টফোলিও পর্যালোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে আরো জোরদার করে যাতে আরসিএসপিএল-এর সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে তার সমস্ত স্টেকহোল্ডারদের দীর্ঘমেয়াদী মূল্যের স্থিতিশীল সরবরাহ সম্ভব হয়।’
ভারতের শীর্ষ বিনিয়োগকারী ও কর্পোরেট গ্রুপগুলোর কয়েকটি ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে। শিল্পপতি আদার পুনাওয়ালার নাম সম্ভাব্য ক্রেতাদের তালিকায় ঘুরছে।
নতুন মালিকানা পাওয়ার আগ পর্যন্ত দলের খেলোয়াড় রিটেনশন, কোচিং স্টাফ এবং অন্যান্য ক্রিকেট কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না বলে জানা গেছে। তবে মালিকানা বদলের পর দলটির কাঠামো ও ব্র্যান্ডিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
আরসিবি বিক্রি হলে এটি হবে আইপিএলের ইতিহাসে অন্যতম বড় মালিকানা পরিবর্তনের ঘটনা। বিরাট কোহলির দীর্ঘদিনের ঘর এই দল নতুন মালিক পেলে—দলের ভবিষ্যৎ, নীতিমালা ও ভক্তদের সম্পর্কেও নতুন অধ্যায় শুরু হতে পারে।