উল্লাপাড়া পৌরসভার আদর্শগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধায় পুলিশের সাবেক ডিআইজি, বিএনপির পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান জ্যোতি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, রবিবার দুপুরে পৌর শহরের আদর্শ গ্রামের সরকারি আবাসনে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দশটি বাড়িসহ বাড়ির সকল মালামাল পুড়ে নিস্ব হয়ে যায় যায় পরিবার গুলো।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন।
খান সাঈদ হাসান জ্যোতি বলেন, অসহায়দের পাশে দাড়ানো প্রত্যেক মানুষেরই নৈতিক দায়িত্ব। আমি আমার নৈতিক দায়িত্ববোধ থেকেই এসব অসহায়দের পাশে দাড়িয়েছি।