জামায়াত ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে: গয়েশ্বর

ছবি সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ শিশু একাডেমির পৃষ্ঠপোষক বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন।

জামায়াত একলা চলো নীতি অবলম্বন করেছে। তারা এমন ভাব করছে, যেন ইতোমধ্যেই ক্ষমতায় চলে এসেছে। আমরা মনে করি, ক্ষমতায় আনার মালিক জনগণ।

একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা চাই এর বাইরে আমাদের আর কোনো কথা নাই। জামায়াতের রাজনীতি জামায়াত করবে আমাদের রাজনীতি আমাদের করতে হবে। 

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল এন্ড কৃষি কলেজ মাঠে আয়োজিত শাপলাকুড়ি ট্রফি-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জিয়া শিশু একাডেমির আয়োজিত অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট শাপলাকুড়ি ট্রফি-২০২৫ আয়োজন করা হয়।

ভারতের সঙ্গে সম্পর্ক এবং সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যা চলছেই। তবে বিএনপি কখনো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার পক্ষে নয়।

বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত একটি দল, বিএনপিও একটি দল। দুইটি দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন। 

বিএনপির মূল মন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র। আপনারা জানেন জামায়াত ইসলাম জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তার দল তার, আমার দল আমার।

তিনি বলেন, শুধু জামায়াত আমাদের সঙ্গে ছিল কারণ অনেক দল ছিল আমাদের সঙ্গে ছিল তাই। আমাদের প্রায় ২২ থেকে ২৩ টি দল ছিল। আমরা ২৭ দফার মধ্য দিয়ে বাংলাদেশে আরও অন্যান্যদের পরামর্শে ৩১ দফার মধ্য দিয়ে হাসিনা বিরোধী আন্দোলনটাকে সফল করার জন্য আমাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় ৬২টি রাজনৈতিক দল। কিন্তু গত ৩ বছর যাবত আমাদের যুগপৎ আন্দোলন চলছে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। জোট আন্দোলন চলেনায়। 

সুতরাং যুগপৎ আন্দোলন যখন হয়েছে তখন ধরেই নিতে হবে সেটা জোট না। এখন আমাদের জোট না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি। 

সুতরাং আরেকটা জিনিস হল যে জামায়াতের রাজনীতি একটা, আমার রাজনীতি একটা। আর জামায়াতের সাথে আমার জোট নাই, জামায়াতের সঙ্গে ছিল যুগপৎ। সুতরাং সেখানে এটা নিরসন হওয়ার কিছু নাই। আর এটা দেখে দূরত্ব আছে সেটা বোঝার দরকার নাই

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবীর। এ সময় বরগুনা জেলা ও বেতাগী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২