ইরানের সোরেহ অ্যানিমেশন সেন্টার নির্মিত ‘আ প্যাসেঞ্জার ফ্রম গনোরা’ রাশিয়ার সিওলকোভস্কি ইন্টারন্যাশনাল স্পেস ফিল্ম ফেস্টিভ্যাল (টিসিওলকোভস্কি আইএসএফএফ) থেকে সেরা অ্যানিমেটেড ফিচার পুরস্কারে ভূষিত হয়েছে।
ফাতেমে জাফারি পরিচালিত ইরানি শর্ট অ্যানিমেশন 'বিয়িং টেন' রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে তৃতীয় সিনেমাটিক প্রিজম্যাটিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কার জিতেছে।
ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস (যেটি কানুন নামেও পরিচিত) প্রযোজিত অ্যানিমেশনটি ৩০ নভেম্বর উৎসবের চূড়ান্ত দিনে সিনে-ওয়েস্ট বিভাগে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। কানুন নিউজ এই খবর জানিয়েছে। সংক্ষিপ্ত অ্যানিমেশনটি ইতালি, জার্মানি এবং ফ্রান্সের আরও চারটি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে।
১৮-মিনিটের অ্যানিমেশনটি ২০২৩ সালের প্রযোজনা। সম্প্রতি এটি সার্বিয়ায় একাদশ আন্তর্জাতিক উৎসব "কনস্ট্যান্টাইনস গোল্ড কয়েন" এর তৃতীয় পুরস্কার জিতেছে৷