ইস্কনের বিষয়টি একেবারে উদ্দেশ্য প্রনোদিত, এটা তারা অতীতে করেছে, আবারো করতে চায়। কিন্তু এই পরিস্থিতিতে শান্ত থেকে সবকিছু মোকাবিলা করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিবাদ ফিরে আসতে পারে এমন আশঙ্কা করে মির্জা ফখরুল বলেন, নিজেরা এমন কোন কথা বলা যাবে না যার ফলে নিজেদের মধ্যে বিভাজন তৈরী হয়। আহবান জানান, দেশ যাতে আবারো অন্ধকারে ফিরে না যায় এমন হটকারিতা থেকে দুরে থাকতে সবার প্রতি আহবান জানান মির্জা ফখরুল।
নিজেদের মধ্যে মত পার্থক্য থাকলেও এক লক্ষ্যে সকল রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহবান জানান বিএনপি মহাসচিব।