স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করে বৈষম্যহীন সমাজ গড়তে চাই - ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করে বৈষম্যহীন সমাজ গড়তে চাই - ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশের মানুষ পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সশস্ত্র যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। সেই মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাস্ত করেছে আমাদের মুক্তিসেনারা। চুড়ান্ত বিজয়ে মাত্র দুই দিন আগে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠে পাকিস্তানী হাদার বাহিনী ও তাদের দোষররা। স্বাধীন বাংলাদেশ যেনো মেধা ও মননে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য পৈশাচিক পরিকল্পনায় এদেশের বুদ্ধিজীবীদের শেষ করতে নারকীয় হত্যাকান্ড চালিয়েছিলো পাক বাহিনী। আমরা সেই বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহ যেনো তাদের বেহেস্তবাসী করেন। বীর শহীদদের রক্ত ও আত্মত্যাগ যেনো বৃথা না যায়। আমরা স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করে বৈষম্যহীন সমাজ গড়তে চাই। বৈষম্যহীন দেশ গড়ার লক্ষে জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর তত্ত্ব ধারণ করে এগিয়ে যাবে। আজ সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় পার্টির পুস্পস্তবক অর্পণ করে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।      

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য- মীর আব্দুস সবুর আসুদ, নাজমা আক্তার, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ সামছুল হক ও সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কৃষক পার্টির আহ্বায়ক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মহিলা পার্টির সহ-সভাপতি ডাঃ সেলিমা খান, শ্রমিক পার্টির সদস্য সচিব শেখ মোঃ শান্ত, মৎস্যজীবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম সরকার, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুজন, মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন, হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব মোঃ আরিফ আলী, শাহ্ আলী থানা সভাপতি মোঃ মাহফুজুর রহমান মোল্লা, মিরপুর থানা সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কাফরুল থানা সাধারণ সম্পাদক - রিয়াজ আহমেদ, পল্লবী থানা সভাপতি মোতাহার হোসেন শাহীন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, রূপনগর থানা সভাপতি মোঃ খলিল মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ, খিলক্ষেত থানা সভাপতি মোঃ নজরুল ইসলাম সরদার, কেন্দ্রীয় নেতাদের মধ্যে - সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, দফতর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান, সাবেক সমাজকল্যাণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রহিম সুমন, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, রমজান আলী ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা সাজ্জাদ পারভেজ ও স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

'বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য'

'লক্ষ লক্ষ মানুষের ঢল প্রমাণ করে যে বিএনপি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ সংগঠন'

‘প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ঢল

চারদিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কারামুক্ত হলেন এটিএম আজহার

কুরবানি ঘিরে চুয়াডাঙ্গায় ১ হাজার কোটি টাকার পশু বিক্রির সম্ভাবনা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী গ্রেপ্তার

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন আসিফ নজরুল

১০

খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

১১

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

১২