ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আজ শনিবার ইরানের রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দূরের এ শহরে এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৯৫ জন আহত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের শুল্ক বিভাগ বলছে, সিনা কনটেইনার ইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটেছে। এটি বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সংযুক্ত।
ইরানের জরুরি সেবা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিস্ফোরণে অন্তত ১১৫ জন আহত হয়েছেন।
হরমোজগ্যান প্রদেশের সংকট ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর অনেক কালো ধোঁয়া ও আগুনের কণা ছড়িয়ে পড়ছে। আরেক ভিডিও ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।