জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী সপ্তাহের মধ্যে জানানো হবে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মাহফুজ আলম বলেন, সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেয়া হবে। তবে এতে কিছু সময় লাগতে পারে। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য্য ধারণ করবে। এ সময় সংবিধান নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আগামী সপ্তাহে আলোচনা শুরু করে তা শেষ করব। শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের সঙ্গেও আলোচনা হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এটি সংস্কারের ওপর নির্ভর করবে। এ মাসের মধ্যেই সরকার কয়েকটি সংস্কার কমিশনের রিপোর্ট পাবে।
'রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের [অংশীজন] সঙ্গে আমরা আলোচনা করব। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কতটুকু সংস্কার আমরা করতে চাই,' বলেন তিনি।
স্থানীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে সাধারণ মানুষ নাগরিকসেবা সঠিকভাবে পাচ্ছে না।
'এমন পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তবে বিষয়টি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই হবে,' বলেন এ উপদেষ্টা।