উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত বিল অঞ্চলের উধুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর কোমলমতি পরীক্ষার্থী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কচিকাচা শিক্ষার্থীদের শুভকামনা জানান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজি আলহাজ আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাজনীন, বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম, বর্তমান সদস্য জনাব মোঃ সামছুল আলম, আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন, সেলিম রেজা, আলহাজ্ব আব্দুল হামিদ'সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। এ বিদ্যালয় থেকে এবছর ৬৬ জন পরীক্ষার্থী শিক্ষার্থী বিদায় নিয়েছেন বলে জানা গেছে।