চ্যাম্পিয়নস ট্রফিতে নামার আগে বড় সুসংবাদ পেল ইংল্যান্ড

ছবি সংগৃহিত।

চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর দিন দুয়েকের অপেক্ষা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে ৮ জাতির এই টুর্নামেন্টের। মাঠের লড়াইয়ের আগে মোটামুটি সব দলই ইনজুরির কারণে ধাক্কা খেয়েছে। 

একের পর এক ইনজুরির কারণে বলতে গেলে ঝরে গিয়েছেন অনেক তারকা। ইংল্যান্ডের স্কোয়াডেও ছিল এমন ইনজুরির থাবা। জ্যাকব বেথেল ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। শঙ্কা ছিল আরেক ব্যাটার বেন ডাকেটকে নিয়েও।

কিন্তু শেষ সময়ে ইংল্যান্ডকে স্বস্তিই দিয়েছেন ডাকেট। গ্রোয়েন ইনজুরির কারণে শঙ্কায় ছিল তার চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। সেই শঙ্কা পার করে ফিট হয়ে উঠেছেন এই ওপেনার। ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তিনি। পুরো সিরিজে ইংল্যান্ড ব্যর্থ হলেও ব্যাট হাতে সময়টা একেবারেই মন্দ যায়নি বেন ডাকেটের। সিরিজে দুই ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে পেয়েছিলেন ২ ফিফটির দেখা। 

ফিল সল্টের সঙ্গে বেন ডাকেটের উদ্বোধনী জুটি প্রায় সব ম্যাচেই ইংল্যান্ডকে দিয়েছে উড়ন্ত সূচনা। পাকিস্তানের ফ্লাট উইকেটেও পাওয়ারপ্লেতে এই দুজনের জুটির দিকে বিশেষভাবে তাকিয়ে থাকবে কখনো চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ না পাওয়া দলটি।

ভারতের বিপক্ষে সিরিজ শেষ করেই ইংল্যান্ড উড়ে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই চলছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এরইমাঝে স্ক্যান শেষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানালো, খুব বড় রকমের চোটে পড়েননি ডাকেট। ২২ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট আছেন ডাকেট।

১৮ ফেব্রুয়ারি পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড। তার আগে বেশকিছু ইনজুরি নিয়েই ভাবতে হচ্ছে তাদের। জ্যাকব বেথেল এরইমাঝে ছিটকে গিয়েছেন। সেখানে ডাক পেয়েছেন সমারসেটের ব্যাটার টম ব্যান্টন। স্কোয়াডে থাকা জেমি স্মিথ মাংসপেশির ইনজুরির কারণে মিস করেছেন ভারত সিরিজের তৃতীয় ওয়ানডে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

গত অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ৮ দশমিক ৮৪ শতাংশ

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন

নীরব ঘাতক ফুসফুুুুসের ক্যানসার, যেসব লক্ষণ বিপদের সংকেত দিচ্ছে

মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের ট্রাইব্যুনালে হাজির

১১

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

১২