অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ শনিবার রাতে জরুরি বৈঠকে বসবে। আজ বিকেলে সংবাদমাধ্যমকে বৈঠক ডাকার এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ ।
তবে বৈঠকের সুনির্দিষ্ট সময় ও স্থান এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক আন্দোলন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত, এই তিনটি বিষয় প্রধান আলোচ্য হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, পেশাজীবী ও রাজনৈতিক কর্মীরা বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন