দিন দিন খারাপের দিকে যাচ্ছে ঢাকার বাতাস। শীতের আগমনে বাতাসের মান আরো খারাপ হয়ে উঠে। পরিবেশ দূষণের পাশাপাশি বাতাসও হয়ে উঠে অস্বাস্থ্যকর। এবার বায়ু দূষণের তালিকায় ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানায়। আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান। যারা নিয়মিত বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটি বাতাসের মান নিয়ে তৈরি করে এই একিউআই সূচক, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।
প্রতিষ্ঠানটি জানায়, এই সময় ঢাকার স্কোর ছিল ২৫০। আর ২৬৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ভারতের কলকাতা। ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের ‘লাহোর’।
নাগরিকদের জন্য ২৫০ স্কারের বাতাসের মানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে