রাতের আলোয় আলোকিত মিরপুর স্টেডিয়াম। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে মাত্র আটজন ছিলেন সেখানে। বাকি সবার সোমবার যোগ দেয়ার কথা রয়েছে।
প্রথম দুই দিন অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা সবাই যোগ দেননি অনুশীলনে। প্রথম দিন ক্যাম্পে যোগ দেন তানজিদ হাসান, তানজিম হাসান, জাকের আলি, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। প্রথম চার জন্য অবশ্য বিপিএলের প্রথম পর্ব থেকে বাদ পড়ার পর থেকেই নিজ উদ্যোগে অনুশীলন শুরু করে দিয়েছেন।
সন্ধ্যা নামলেও আলোকিত হোম অব ক্রিকেট। মূল মাঠে হাজির সৌম্য, মুস্তাফিজ, জাকের আলীরা। চ্যাস্পিয়নস ট্রফির সব ম্যাচই দিবা-রাত্রির, তাই অনুশীলনের দ্বিতীয় দিন কৃত্রিম আলোর নিচে টিম টাইগার।
দেশ ছাড়ার আগে পুরো দলের সবাই মিলে তিন দিন অনুশীলন করবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন শান্ত-মিরাজরা। পরে দুবাইয়ে কিছু দিন প্রস্তুতি নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন তারা। বাকি দুই ম্যাচ খেলতে পাকিস্তানে চলে যাবে বাংলাদেশ।
সেন্টার উইকেটে ঝড় তুললেন সৌম্য সরকার। ফিনিশারের ভূমিকায় জাকের আলীও বড় শট খেলার চেষ্টায়। শিষ্যদের পর্যবেক্ষণ করেছেন হেড কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফের বাকিরা।
যদিও দুপুর থেকেই ঘাম ঝরানো শুরু টাইগারদের। ইনডোরের আউটারে লম্বা সময় ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তানজিদ তামিম, সৌম্য সরকাররা। বিপিএলের ইমার্জিং ক্রিকেটারের দিকে বাড়তি নজর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।
তাসকিন আহমেদ ও নাহিদ রানা বিপিএলের ধকল কাটিয়ে যোগ দিয়েছেন। কয়েক ওভার বল করলেও গতি ছিল কম। ইনজুরি ঝুঁকি এড়াতে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের গাইডলাইন অনুসরণ করছেন দুই পেসার। মুস্তাফিজ আর তানজিম সাকিব অবশ্য পুরোদমে বোলিং করেছেন।
নাসুম ছাড়াও স্কোয়াডের বাইরে থাকা হাসান মুরাদ ও নেট বোলারদের নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন অনুশীলনের খোঁজ খবর নেন।
তবে এদিন ছিলেন না নাজমুল শান্ত। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সঙ্গী হয়ে বরিশালে শিরোপা উৎসব করেছেন। সোমবার বাংলাদেশ অধিনায়কের সঙ্গে আরও চার ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন অনুশীলন করবেন। যোগ দিবেন মেহেদি হাসান মিরাজও।