নতুন উদ্ভাবন ও মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের বেজোসের ব্লু অরিজিন সংস্থা নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে। প্রতিষ্ঠানটি মঙ্গলের উদ্দেশে্য নিজেদের তৈরি ‘নিউ গ্লেন’ রকেট উৎক্ষেপণ করে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, যা ভবিষ্যতের মহাকাশ অভিযান ও মানব বসতির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল বৃহস্পতিবার ব্লু অরিজিন সফলভাবে ‘নিউ গ্লেন’ রকেট মঙ্গলের উদ্দেশে উৎক্ষেপণ করেছে। এই রকেটের মাধ্যমে নাসার দুটি মহাকাশযান পাঠানো হয়েছে। উৎক্ষেপণের প্রধান লক্ষ্য ছিল নাসার যানের মাধ্যমে মঙ্গলের জলবায়ু ও ইতিহাস সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং ভবিষ্যতে সেখানে মানুষের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়া। উৎক্ষেপণ বিলম্বিত হওয়ার কারণ ছিল পৃথিবী ও মহাকাশের খারাপ আবহাওয়া। তবে অবশেষে সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়।
ব্লু অরিজিনের সাফল্যে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছেন ইলন মাস্কের মিত্র জ্যারেড আইজ্যাকম্যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাঁকে নাসার প্রধানের পদে আবার মনোনয়ন দিয়েছেন। ইলন মাস্কসহ স্পেসএক্সের কয়েকজন কর্মকর্তাও তাঁদের প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করেছেন।
৩২২ ফুট লম্বা নিউ গ্লেন রকেটটির প্রধান লক্ষ্য হলো নাসার দুটি এসকেপড মহাকাশযান মঙ্গলে পাঠানো, যাতে গ্রহটির জলবায়ু ও ইতিহাস সম্বন্ধে তথ্য সংগ্রহ করা যায় এবং ভবিষ্যতে সেখানে মানুষ পাঠানোর প্রস্তুতি নেওয়া যায়।