ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও নির্ধারিত সময়ে সেখানে প্রবেশের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সাংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন। সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়ে সাংবাদিকদের কাছে বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঘটনার সূত্রপাত গত সোমবার (১০ নভেম্বর)। বিসিবি আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’-এর সমাপনী দিন এবং টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্তি উপলক্ষে ওইদিন বিকেল ৪টায় সাংবাদিকদের কেক কাটার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সাংবাদিকরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হলেও তাদের এক ঘণ্টার বেশি সময় গেটের বাইরে অপেক্ষা করিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত অভিযোগ ওঠে সাংবাদিকদের বাদ দিয়েই বিসিবির কর্মকর্তারা ভেতরে কেক কাটেন।

অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেদিন ছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি। অনেক সাংবাদিক এই অনুষ্ঠানে ঢুকতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আজ বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওবার্তায় ক্ষমা প্রার্থনা করেন আমিনুল।

ভিডিওবার্তায় সাংবাদিকদের প্রতি বিসিবি সভাপতি বলেন, ‘গত ১০ নভেম্বর (সোমবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষা করার যে কাজ ছিল ক্রিকেট বোর্ডের বা আমার—আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

বিসিবি সভাপতি এরপর একটি প্রতিশ্রুতি দেন, ‘আপনাদের কথা দিচ্ছি, আমাদের কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

সাংবাদিকদের ক্রিকেটের অন্যতম প্রধান ‘স্টেকহোল্ডার’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এমন ভুল না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাব।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সচিব হলেন ৩ কর্মকর্তা

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

বাড়ল এলপিজির দাম

ভারতে বিশ্বকাপ দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কায় বিসিবি

কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

১০

বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ, বাদ পড়লেন যারা

১১

ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরো

১২