আওয়ামীলীগের দোসররা ইসকনের ব্যানারে হামলা চালাচ্ছে- সাকি

আওয়ামীলীগের দোসররা ইসকনের ব্যানারে হামলা চালাচ্ছে- সাকি। ছবি সংগৃহিত

ইসকনের ব্যানারে আওয়ামী দোসররা দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।  

স্বৈরাচার হাসিনা বিদেশিদের পা ধরে ভারতে পালিয়ে বাংলাদেশ নিয়ে এখন গভীর ষড়যন্ত্রে মেতেছেন বলেও মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের এই নেতা।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংলাপে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ওপর দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

দেশে গণতন্ত্র কায়েম করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন করে সংবিধানের প্রয়োজন বলেও উল্লেখ করেন সাকি। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন দেওয়ার বিষয়েও কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, রংপুরের বীর সন্তান আবু সাঈদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ১৬ বছরের ভয় ও ত্রাসের রাজত্ব ভেঙে দিয়েছে। মানুষকে উপহার দিয়েছে মুক্ত একটি দেশ।

আওয়ামী সরকারের আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দেশে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে।’

গণ-অভ্যুত্থান বেহাত না করতে ছাত্র-জনতাসহ সবাইকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই নেতা।

‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ স্লোগানে সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখা।

এতে রংপুর বিভাগের ৮টি জেলার গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

জোনায়েদ সাকি ছাড়াও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সংলাপে উপস্থিত থেকে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট নিয়ে কোনো আইন নেই: সিইসি

দিল্লিতে খলিলুর রহমান-অজিত দোভাল বৈঠক

কটন বাড দিয়ে কান পরিষ্কার ক্ষতিকর!

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

এটা তাঁর ক্যারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর একটি হবে

লিবিয়ায় ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সাগরে নিক্ষেপ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮৮

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ

১০

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার

১১

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

১২